২৩ জানুয়ারি, ২০১৮ ১৯:৩৯

প্রথমবারের মতো কিউআর কোড-ভিত্তিক ক্যাম্পেইন আনল এয়ারটেল

প্রেস বিজ্ঞপ্তি

প্রথমবারের মতো কিউআর কোড-ভিত্তিক ক্যাম্পেইন আনল এয়ারটেল

প্রথমবারের মতো দেশে কিউআর কোড-ভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এলো এয়ারটেল। এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহক-কেন্দ্রিক সেবায় এক নতুন মাত্রা যোগ করল ব্র্যান্ডটি। এর মাধ্যমে গ্রাহকরা তার প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা (ভয়েস/ ডেটা সেবা) বেছে নিতে পারবেন। 

গ্রাহকরা তাদের মোবাইল ফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করলে সাথে সাথে এয়ারটেল টং প্লাটফর্ম ওই গ্রাহককে তার উপযোগী পণ্য ও সেবার ধারণা দেবে। সারা দেশের এয়ারটেল গ্রাহকরা যাতে সহজে এই কিউআর কোডটি পেতে পারেন এজন্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা হবে।  

স্ক্যান করার জন্য সবচেয়ে জনপ্রিয় ও সহজলভ্য মাধ্যম হচ্ছে ফেসবুক। আইফোন এবং কিছু অ্যান্ড্রয়েড ফোনের মতো ডিভাইসের ক্যামেরায় বিল্ট-ইন স্ক্যানার থাকে। উপযোগী অফারটি পেতে শুধু ক্যামেরা দিয়ে কিউআর কোডটি স্ক্যান করতে হবে। ব্যবহারকারীরা অ্যাপল স্টোর ও প্লে স্টোর থেকে স্ক্যানার অ্যাপটি ডাউনলোডও করতে পারবেন। 

বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর