১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:১৯

রূপালী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

রূপালী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

রূপালী ব্যাংক লিমিটেড ক্রীড়া পরিষদের উদ্যোগে ব্যাংকের ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ আজ শুক্রবার শুরু হয়েছে। 

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান এবং পরিচালক অধ্যাপক ড. সুশীল রঞ্জন হাওলাদার।  এসময় খেলার মাঠে উপস্থিত হন পরিচালক প্রফেসর ড. হাসিবুর রশিদ। 

ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান জানান, সর্ব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনের মাধ্যমে ব্যাংকটিকে চলতি বছরের শ্রেষ্ঠ ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা করার পাশাপাশি খেলাধুলায় নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্যই এই আয়োজন। প্রায় ৬০ টির মত বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন ব্যাংকের সারাদেশ থেকে আশা প্রতিযোগিরা। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসনে আলম, মো. মোরশেদ আলম খন্দকার, কামরুজ্জামান চৌধুরী, ক্রীড়া পরিষদের সদস্য সচিব ও জিএম মো. কাইসুল হক, জিএম অরুন কান্তি পাল, আলতাফ হোসেন, এবনুজ জাহান, জাকিয়া সুলতানা, সাইদা খাতুন, মো. জাহাঙ্গীর, ডিজিএম, এজিএমসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

বিডিপ্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর