১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ২০:২৮

ওভেনে রান্নার প্রশিক্ষণ দিল বেস্ট ইলেকট্রনিক্স

অনলাইন ডেস্ক

ওভেনে রান্নার প্রশিক্ষণ দিল বেস্ট ইলেকট্রনিক্স

ওভেনে হাতে-কলমে রান্নার প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা করেছে ওয়ার্লপুল ও বেস্ট ইলেকট্রনিক্স। এর ওভেনভিত্তিক রন্ধন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজধানীর মহাখালী নিউ ডিওএইচএস এর রাওয়া ক্লাবে শনিবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাকায় দ্বিতীয়বারের মতো এ কর্মশালার আয়োজন করা হয়েছিল।

দেশের বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ লবী রহমান এই প্রশিক্ষণ কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন। তিনি ওয়ার্লপুল ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তির মাইক্রোওয়েভ ওভেনের মাধ্যমে অতি সহজে উন্নতমানের বিভিন্ন রেসিপি কীভাবে দ্রুত তৈরি করা যায় তার প্রশিক্ষণ প্রদান করেন। ওয়ার্লপুল বাংলাদেশের অনুমোদিত পরিবেশক বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড।

দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বেস্ট ইলেকট্রনিক্স'র পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কোম্পানিটির সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. আজমাইন রহমান।

দেশের গুরুত্বপূর্ণ শহরে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর