১৬ এপ্রিল, ২০১৮ ১৮:৪৬

আলপনার রঙে রঙিন ঢাকা

অনলাইন ডেস্ক

আলপনার রঙে রঙিন ঢাকা

পহেলা বৈশাখের প্রাক্কালে গত ১৩ এপ্রিল রাতে ঢাকার মানিক মিয়া এভিনিউতে হয়ে গেলো এশিয়াটিক ইএক্সপি আয়োজিত বার্জার আলপনায় বৈশাখ ১৪২৫।  রাত ১১টা থেকে শুরু হয়ে ১৪ই এপ্রিল ভোর পর্যন্ত চলা এই আল্পনা অংকনের অনুষ্ঠানটিতে  রাজপথে অংশ নেয় ৬৫০ জন শিল্পী এবং রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শিক্ষার্থী এবং সংস্কৃতিমনা জনসাধারণ। এবারের আল্পনার নকশাটি করেন প্রখ্যাত চিত্রকর মো. মনিরুজ্জামান।

এর আগে আলপনা উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়াও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর পক্ষ হতে রূপালী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক;  আয়োজক এশিয়াটিক এর পক্ষ হতে ইরেশ যাকের, এমডি , এশিয়াটিক ইএক্সপি এবং ইউনিলিভার বাংলাদেশের  প্রধান নির্বাহী কর্মকর্তা কেদার লেলে।

বার্জার পেইন্টস এর পৃষ্ঠপোষকতায়, এশিয়াটিক ইএক্সপি ষষ্ঠবারের মতো এই আল্পনা অনুষ্ঠান আয়োজন করেছে। আর সহযোগিতায় ছিল সার্ফ এক্সেল, যাদের সৌজন্যে প্রথম বারের মত এবার ছিল শিশু-কিশোরদের আল্পনা আঁকার বিশেষ ব্যবস্থা সার্ফ এক্সেল মাঠশালা। 

বিডি প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৮/ফারজানা  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর