১৭ এপ্রিল, ২০১৮ ২০:৪৪

টেক রিপাবলিক দিচ্ছে মধ্যবিত্তের গেমিং কি-বোর্ড

অনলাইন ডেস্ক

টেক রিপাবলিক দিচ্ছে মধ্যবিত্তের গেমিং কি-বোর্ড

উচ্চমূল্যের কারণে মধ্যবিত্ত পরিবারের পিসি গেমারদের সাধ পূরণে দুইটি দুর্দান্ত গেমিং কি বোর্ড দেশের বাজারে অবমুক্ত করেছে টেক-রিপাবলিক। প্রোলিংক ভেলিফার (পিকেজিএম ৯১০১) ও এগ্রিগাস (পিকেজিএম ৯৩০১) সিরিজের মাল্টি মিডিয়া কিবোর্ড দুটিতেই রয়েছে ১৯টি এন্টি ঘোস্টিং কি এবং ৭টি ভিন্ন রঙের এলইডি ব্যাকলিট কালার অপশন। 

এর ফলে গেমার ১০টি পর্যন্ত বাটন নিরবিচ্ছিন্নভাবে প্রেস ও রেজিস্টার করতে পারবেন। একইসঙ্গে কালার অপশন থেকে লাল, নীল, সবুজ, গোলাপী, হালকা নীল, হলুদ ও সাদা রং থেকে তার পছন্দের ক্যারেক্টর ও মুড বদলে নিতে পারবেন। ক্যারেক্টরের গতির ওপর আবার এই আলোর উজ্জ্বলতা ঢেউয়ের মতো খেলা করবে। খেলার সময় আলোর এই বিচ্ছুরণ ও নাচন গেমারের অনুভূতিকে করবে আরও নিবিড়। খেলোয়াড় প্রয়োজনে বিদ্যমান স্টান্ডার্ড ও ফাস্ট গতি থেকে কিবোর্ডের ইনপুট  গতিকে নির্বাচন করতে পারবেন। উইন্ডোজ লক কি ব্যবহার করে অপ্রত্যাশিত বাধা মোকাবেলা করতে পারবেন।  

এক বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত প্রোলিংক ভেলিফার (পিকেজিএম ৯১০১) এর মূল্য দুই হাজার ৯০০ টাকা এবং এগ্রিগাস (পিকেজিএম ৯৩০১) এর দাম তিন হাজার ২৫০ টাকা।


বিডি প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর