২২ এপ্রিল, ২০১৮ ০২:২৭

'বাংলাদেশ হবে বিশ্বের ইলেকট্রনিক্স পণ্যের রাজধানী'

অনলাইন ডেস্ক

'বাংলাদেশ হবে বিশ্বের ইলেকট্রনিক্স পণ্যের রাজধানী'

বাংলাদেশ হবে বিশ্বের ইলেকট্রনিক্স পণ্যের রাজধানী জানিয়ে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম বলেছেন, বিশ্বের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারীদের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠান ওয়ালটন। 

দেশের মানুষের সমর্থন নিয়ে আগামী ১০ বছরে ওয়ালটন বিশ্বের শীর্ষ ব্র্যান্ডে পরিণত হবে। শনিবার ওয়ালটন আয়োজিত চার দিনের পরিবেশক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন এস এম আশরাফুল আলম।

সম্মেলনে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামসুল আলম ওয়ালটনের এ অগ্রযাত্রার সঙ্গী হওয়ার জন্য ডিস্ট্রিবিউটর, ডিলার, সাব-ডিলারসহ সব ক্রেতাকে ধন্যবাদ জানান।

শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এমদাদুল হক সরকার, এস এম জাহিদ হাসান ও হুমায়ূন কবির, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম ও মোহাম্মদ রায়হান, ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং চিত্রনায়ক আমিন খান প্রমুখ।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেড কোয়ার্টারে চার দিনের ওই সম্মেলনে দেশ-বিদেশের ৬ হাজারেরও বেশি ব্যবসায়ী অংশ নিচ্ছেন বলে জানা যায়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর