Bangladesh Pratidin

প্রকাশ : ১১ জুন, ২০১৮ ২১:৫২ অনলাইন ভার্সন
পাবনায় কিং ব্রান্ড সিমেন্টের ইফতার ও দোয়া মাহফিল
পাবনা প্রতিনিধি
পাবনায় কিং ব্রান্ড সিমেন্টের ইফতার ও দোয়া মাহফিল

পাবনায় কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উত্তরাঞ্চলের মার্কেটিং এজিএম মোহাম্মদ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় ডিএসএম জিল্লুর রহমান, এরিয়া ম্যানেজার আল আমিন কবিরসহ মার্কেটিং বিভাগের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথিসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন। শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

কিং ব্র্যান্ড সিমেন্টের এই অনুষ্ঠানে পাবনা অঞ্চলের দুই শতাধিক ডিলার, রিটেইলার ও ইঞ্জিনিয়ারসহ ব্যবসায়ীরা অংশ নেন।

ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পাবনা কাচারী জামে মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আল বাকি। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow