২১ জুলাই, ২০১৮ ১৩:২১

ব্রাদারের ২১,৫০০ পেইজ ইঙ্কট্যাংক সমৃদ্ধ ইঙ্কজেট প্রিন্টার

অনলাইন ডেস্ক

ব্রাদারের ২১,৫০০ পেইজ ইঙ্কট্যাংক সমৃদ্ধ ইঙ্কজেট প্রিন্টার

প্রযুক্তি বিশ্বের সুপরিচিত এবং স্বনামধন্য ব্র্যান্ড ব্রাদার এবার বাজারে নিয়ে এলো ইঙ্কজেট প্রিন্টার ডিসিপি-টি৩১০, ডিসিপি-টি৫১০ডব্লিউ এবং ডিসিপি-টি৭১০ডব্লিউ। যা সর্বোচ্চ সাশ্রয়ী ২১,৫০০ পেইজ ইঙ্কট্যাংক সমৃদ্ধ একটি প্রিন্টার।
দেশের যে কোন ফটোস্টুডিওতে এই প্রিন্টারের প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ। যে কোন ধরনের ফটোপেপার কিংবা গ্লোসি পেপারে এই প্রিন্টার দ্বারা প্রিন্ট করা যায় অতি সহজেই।
এছাড়াও যেকোন ধরণের সর্টিফিকেট প্রিন্ট করা যায় অনায়াসেই। এই প্রিন্টারে মোট ২টি ট্রে থাকে, উপরি থাকে ম্যানুয়াল ফিড স্লোট যা থেকে সর্বোচ্চ ৩০০ জিএসএম পর্যন্ত মোটা কাগজ প্রিন্ট করা যায়। আর নিচে থাকে ১৫০ শিটের ইনপুট ট্রে যা ডকুমেন্ট প্রিন্টে ব্যবহার করা যায়। অতি সাশ্রয়ীমূল্যে অধিক পরিমানে প্রিন্ট করার জন্য এই প্রিন্টার বর্তমানে সকল গ্রাহকের নজর কেরেছে।  মাত্র ৭২৫ টাকার ৬৫০০ পর্যন্ত পেইজ প্রিন্ট করা যায় যা সত্যিই প্রশংসণীয়। সাথে থাকছে ১ বছরের ওয়ারেন্টি। প্রিন্টারটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর