১২ আগস্ট, ২০১৮ ১৬:৪০

ওয়ালটনের অষ্টম প্রজন্মের ল্যাপটপ

প্রেস বিজ্ঞপ্তি

ওয়ালটনের অষ্টম প্রজন্মের ল্যাপটপ

আকর্ষণীয় ডিজাইন ও উন্নত ফিচারসমৃদ্ধ ওয়ালটনের প্যাশন সিরিজের এই ল্যাপটপের মডেল  Wp158u5g। ১৫.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লের ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে অষ্টম প্রজন্মের আই ফাইভ প্রসেসর। 

ইন্টেল এইচডি ৬২০ গ্রাফিক্স সমৃদ্ধ ল্যাপটপটিতে ৪ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম, ১ টেরাবাইট হার্ডডিক্স ড্রাইভের সঙ্গে রয়েছে ৭ মিমি সাটা ইন্টারফেস। এর ৪ সেলের লিথিয়াম-আয়ন ব্যাটারি পাঁচ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। 

১ মেগা পিক্সেল এইচডি ক্যামেরাসহ কানেকটিভিটির জন্য রয়েছে, ৪টি ইউএসবি পোর্ট (দুইটি ইউএসবি ২, ১টি ইউএসবি ৩, ১টি ইউএসবি ৩.১ টাইপ সি), মাল্টি ডিভিডি, নাইন-ইন-ওয়ান কার্ড রিডার, ব্লুটুথ ভার্সন ৪, ওয়্যারলেস ল্যান, এইচডিএমআই ও ভিজিএ পোর্ট, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক ইত্যাদি।

এই ল্যাপটপের অন্যতম উল্লেখযোগ্য ফিচার এর মাল্টি-ল্যাংগুয়েজ এ ফোর সাইজ কিবোর্ড। যাতে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি রয়েছে বিল্ট-ইন বাংলা ফন্ট। ফলে বাংলা ভাষাভাষী যে কেউ অনায়াসেই এই ল্যাপটপ ব্যবহার করে লিখতে পারবেন। 

ব্যাটারিসহ ওজন ২.২ কেজি। দুই বছরের ওয়ারেন্টিসহ ধূসর রঙের ল্যাপটপটির দাম পড়বে ৪৮,৫০০ টাকা। 

বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর