২১ অক্টোবর, ২০১৮ ০৯:২৫

বাংলাদেশ ইনভেশন অ্যাওয়ার্ড পেল ১৯ সেরা উদ্ভাবন

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইনভেশন অ্যাওয়ার্ড পেল ১৯ সেরা উদ্ভাবন

বাংলাদেশকে উদ্ভাবনের উচ্চ শিখরে নিয়ে যেতে বিআইসি (বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ) প্রথমবারের মতো আয়োজন করলো বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড যেখানে দেশের সেরা ১৯টি উদ্ভাবনী কাজকে পুরষ্কৃত করা হয়। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে এই পুরষ্কার তুলে দেয়া হয়। মাস্টারকার্ড এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই  অ্যাওয়ার্ডে আয়োজনে ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড এর মূল লক্ষ্য ছিল এদেশের উদ্ভাবনী ক্ষেত্রে স্টার্টআপ কোম্পানি থেকে শুরু করে প্রতিষ্ঠিত সংস্থাগুলোর সাফল্য এবং সৃজনশীলতার উদ্দীপক হিসেবে কাজ করা। বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল উদ্ভাবনকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে উদ্ভাবনী শক্তিকে উদ্দীপ্ত করে বাংলাদেশের অর্থনীতির বিকাশের ক্ষেত্রে উদ্যোগটি একটি উলেখযোগ্য ভূমিকা পালন করবে। 

পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আগে সেখানে আরো অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইনোভেশন ডায়ালগ, যেখানে দেশি বিদেশী বক্তারা কথা বলেন। ছিলো ২টি কী-নোট সেশন এবং ২টি প্যানেল আলোচনা, যেখানে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবন বিশেষজ্ঞ এবং কর্পোরেট কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন।

অনূষ্ঠানের শুরুতে মাস্টারকারডের কান্ট্রি ম্যানেজার সাঈদ মোহাম্মদ কামাল তার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ এর প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম। 

প্রথম বছরেই বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড-এ নয়টি মূল ক্যাটাগরিসহ আরেকটি বিশেষ ক্যাটাগরিতে মোট ১৬৮ টি মনোনয়ন জমা পড়েছিলো। বিজয়ী এবং বিশেষ উলে­খ্য- এই দু’টি  অধীনে অ্যাওয়ার্ডগুলো প্রদান করা হয়। বিজয়ীদের নির্বাচন করার জন্য দুটি জুরি অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে দেশের প্রখ্যাত বিশেষজ্ঞদের দ্বারা মনোনয়নগুলো মূল্যায়ন করা হয়। পণ্য, সেবা কিংবা প্রক্রিয়া খাতে যেকোন ধরণের অগ্রগতি, তাদের নতুনত্ব, বাজারের চাহিদা, অর্থনৈতিক প্রভাব- এ কয়েকটি মানদন্ডের উপর এবারের ইনোভেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এবারের ইনোভেশন অ্যাওয়ার্ড-এর প্রধান ক্যাটাগরিগুলো ছিলো ক্ষেত্র-ভিত্তিক যেখানে বিবেচিত হয়েছে আর্থিক খাত, পোশাক খাত, স্বাস্থ্যসেবা, এসডিজি অন্তর্ভুক্তকরণ, প্রক্রিয়া, পণ্য উন্নয়ন, স্টার্টআপ, সামাজিক ও প্রযুক্তি খাত। এছাড়া মাস্টার অব রিইনভেনশন নামে একটি বিশেষ ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়েছে। 
কী-নোট সেশনের বক্তা ছিলেন মাস্টারকার্ড ল্যাব - এশিয়া প্যাসিফিকের ইনোভেশন ম্যানেজমেন্টের পরিচালক বরুণ সখুজা এবং নিয়েলসন দক্ষিণ এশিয়ার নির্বাহী পরিচালক মনোজ কুলকার্নি।
 
প্যানেল আলোচক হিসেবে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট এর পরিচালক অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি এফেয়ার্স এর প্রিন্সিপাল কো-অর্ডিনেটর মো. আবুল কালাম আজাদ,  ব্র্যাক এর এডভোকেসি, টেকনোলজি এবং পার্টনারশিপ বিভাগ এর পরিচালক কে এ এম মোরশেদ, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পনী লি. এর এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, ফারজানা চৌধুরী এসিআইআই (যুক্তরাজ্য), আমরা টেকনোলজিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ, বেসিস এর প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, গ্রামীণফোন লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল প্যাট্রিক ফোলে, রবি আজিয়াটা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ, বিকাশ লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, ডেটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, এসিআই লজিস্টিক্স লিমিটেড এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, ঢাকা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর রিয়েল এস্টেট, জুট অ্যান্ড অটোমোবাইল ডিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ, এবং রহিমআফরোজ লি. এর গ্রুপ পরিচালক মনোয়ার মিসবাহ মঈন।

অনুষ্ঠানে আরো একটি বিশেষ ডায়ালগ সেশনের বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের ফাউন্ডার শরিফুল ইসলাম এবং টেন মিনিট স্কুলের ফাউন্ডার আয়ামান সাদিক।

অনুষ্ঠানটি আয়োজনে অংশীদার হিসেবে ছিলো বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ, ইউএসএআইডি এবং ইউএনডিপি। এছাড়াও র্স্ট্যাটেজিক পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম এবং বেসিস; ইভেন্ট পার্টনার - লে মেরিডিয়ান ঢাকা; টেকনোলজি পার্টনার – আমরা টেকনোলজিস লিমিটেড; ডিজিটাল মিডিয়া পার্টনার- গিকি সোশাল; মিডিয়া পার্টনার- ঢাকা ট্রিবিউন; পিআর পার্টনার- মাস্টহেড পিআর; লাইভ ব্রডকাস্ট পার্টনার ডিজিটাল এক্সপ্রেস; এবং রেডিও পার্টনার- রেডিও টুডে।


বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর