৫ নভেম্বর, ২০১৮ ১০:৫৫

শীতে মার্সেলের অর্ধশত মডেলের হোম অ্যাপ্লায়েন্স

প্রেস বিজ্ঞপ্তি

শীতে মার্সেলের অর্ধশত মডেলের হোম অ্যাপ্লায়েন্স

শীত মৌসুমকে সামনে রেখে মার্সেল বাজারে ছেড়েছে ১৯ মডেলের রাইস কুকার, ৩ মডেলের মাইক্রোওয়েব ওভেন ও রুম হিটার, ৬ মডেলের প্রেসার কুকার, ৪ মডেলের ইলেকট্রিক কেটলি ও আয়রন বা ইস্ত্রি, ৮ মডেলের ব্লেন্ডার ও ১ মডেলের এনার্জি সাশ্রয়ী ইন্ডাকশন কুকার। এর মধ্যে নতুন এসেছে ১ মডেলের মাইক্রোওভেব ওভেন ও ব্লেন্ডার।

এসব পণ্যের পাশাপাশি আপকামিং এর তালিকায় রয়েছে ২ মডেলের ইলেকট্রিক কেটলি ও মাইক্রোওয়েব ওভেন, ১ মডেলের রুম হিটার ইত্যাদি।

মার্সেল কর্তৃপক্ষ জানায়, প্রতিবছরই স্থানীয় বাজারে মার্সেল হোম অ্যাপ্লায়েন্সেসের চাহিদা বাড়ছে। এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে গত বছরের একই সময়ের চেয়ে ৩০ শতাংশ বেশি হোম অ্যাপ্লায়েন্সেস বিক্রি করেছে মার্সেল। বেশি বিক্রির পেছনে তাদের যুক্তি- অন্যান্য ব্র্যান্ডের চেয়ে সাশ্রয়ী মূল্য, উচ্চ গুণগত মান, দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা এবং অসংখ্য বৈচিত্র্যময় মডেল।

হোম অ্যাপ্লায়েন্সেসের পাশাপাশি মার্সেলের প্রোডাক্ট লাইনে রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, জেনারেটর, এলইডি লাইট, বৈদ্যুতিক পাখা, ইলেকট্রিক সুইচ-সকেট, এসিড লিড রিচার্জেবল ব্যাট্যারি, এয়ার কুলার, কিচেন কুকওয়্যার, গ্যাস স্টোভ, রিচার্জেবল ল্যাম্প ও টর্চ, স্ট্যাবিলাইজার ও প্রোটেক্টর, ওয়াটার পিউরিফায়ার ইত্যাদি।

উল্লেখ্য, মার্সেলের রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। এর আওতায় প্রায় আড়াই হাজার প্রকৌশলী সারা দেশে গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে কাজ করছেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর