Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১১ নভেম্বর, ২০১৮ ১১:৪৬

এলজির আকর্ষণীয় গেমিং মনিটর এখন বাজারে

প্রেস বিজ্ঞপ্তি

এলজির আকর্ষণীয় গেমিং মনিটর এখন বাজারে

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের বাজারে নিয়ে এলো আকর্ষণীয় এলজি মনিটর ২২এমকে৪৩০এইচ। গেমারদের জন্য এটি একটি স্বল্পমূল্যে নির্ভরযোগ্য মনিটর।

২১.৫ ইঞ্চি ফুল এইচডি (১৯২০*১০৮০) আইপিএস ডিস্প্লে সমৃদ্ধ বর্তমানে গ্রাহকদের নিকট বেশ জনপ্রিয়। এই মনিটরটির রিফ্রেশ রেট ৭৫ হার্জ. রেশপন্স টাইম ৫এমএস ফাসটার ও এএমডি ফ্রি সিন্ক সমৃদ্ধ যার ফলে গেমাররা বাধাহীনভাবে যে কোন গেইম খেলতে পারে।

এর বর্তমান মূল্য ৯ হাজার ৮০০ টাকা এবং সাথে থাকছে একটি ভিজিএ, একটি এইচডিএমআই পোর্ট ও একটি এইচডিএমআই ক্যাবল এবং আরও থাকছে ৩ বছরের ওয়ারেন্টি।

মনিটরটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৯৭৭৪৭৬৫৪৩, ০১৯৬৯৬৩৩২৯১।

বিডি প্রতিদিন/ফারজানা


আপনার মন্তব্য