৯ ডিসেম্বর, ২০১৮ ১৫:০১

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন ফুল-ভিউ ফোরজি ফোন

প্রেস বিজ্ঞপ্তি

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন ফুল-ভিউ ফোরজি ফোন

ফুল-ভিউ ডিসপ্লের নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ‘প্রিমো ইএফএইট’ মডেলের ওই ফোনটি চতুর্থ প্রজন্ম বা ফোরজি নেটওয়ার্ক সমর্থিত। এটিকে দেশে তৈরি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফুল ভিউ-ডিসপ্লের ফোরজি হ্যান্ডসেট বলছে ওয়ালটন।

মেরিন ব্লু, ব্ল্যাক এবং গোল্ডেন রঙের আকর্ষণীয় ডিজাইনের ফোনটি দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে মিলছে। এর দাম মাত্র ৪ হাজার ৯৯৯ টাকা। তবে এই ফোনের সব ক্রেতাকে ৩০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে ওয়ালটন। ফলে মাত্র ৪ হাজার ৬৯৯ টাকায় হ্যান্ডসেটটি হাতে পাবেন ক্রেতারা।

ওয়ালটন সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ৪.৯৫ ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লের ফোনটিতে ব্যবহৃত হয়েছে ১.৪০ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, মালি-টি৮২০ জিপিইউ, ১ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম, ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ২০৫০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ পরিচালিত ডুয়াল সিমের ফোরজি নেটওয়ার্ক সাপোর্টেড ফোনটির উভয় পাশে রয়েছে এলইডি ফ্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এই ফোনে ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্টসহ ১ বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর