১৯ ডিসেম্বর, ২০১৮ ২২:২৯

ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ও মিডল্যান্ড ব্যাংক লিমিটেড'র সমঝোতা চুক্তি

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ও মিডল্যান্ড ব্যাংক লিমিটেড'র সমঝোতা চুক্তি

ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ও মিডল্যান্ড ব্যাংক লিমিটেড'র মধ্যে আজ একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে।  এখন থেকে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড'র সমস্ত চাকরিজীবী ও ক্রেডিট কার্ড'র গ্রাহকগণ ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে, কনসালটেশন ফি ১৫%, আউটডোর বিভাগে ২০%, প্যাথলজিতে ২৫% ও ইনডোর বিভাগে ১৫% কম খরচে চিকিৎসা সেবা পাবেন।

ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের পক্ষে চেয়ারম্যান ও চীফ কনসালটেন্ট ডা. এম ইয়াছিন আলী ও মিডল্যান্ড ব্যাংক লিমিটেড'র পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ডিষ্ট্রিবিউশন মো. রিদউয়ানুল হক এই সমঝোতা চুক্তিতে সাক্ষর করেন।

এই সময় অন্যান্যের মধ্যে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক -নূরেন দূরদানা ইপা, ম্যানেজার কাষ্টমার সার্ভিস মো. রকিবুজ্জামান রাকিব ও বিজনেস ডেভলপম্যান্ট এক্সিকিউটিভ আলীনুর ইসলাম নুর এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড'র এভিপি ও হেডঅব পাবলিক রিলেশন ডিভিশন এন্ড হেড অব সি এস আর ডেস্ক - মো. রাশাদুল আনোয়ার, হেড অফ কার্ডস মো. মোস্তাফিজুর রহমান ও আলম হেলালী ও মার্চেন্ট রিলেশনশীপ অফিসার কার্ড ডিভিশন মুকেশ গেীস্বামি উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর