Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:০৩

‘আগামী প্রজন্মের স্বপ্নের ঢাকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

অনলাইন ডেস্ক

‘আগামী প্রজন্মের স্বপ্নের ঢাকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

সবাই মিলে স্বপ্নের ঢাকা গড়ার লক্ষ্য নিয়ে 'আগামী প্রজন্মের স্বপ্নের ঢাকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে জেসিআই বাংলাদেশ।

১৯শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই'র প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। 

অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেসিআই ওয়ার্ল্ড ভাইস প্রেসিডেন্ট আমজাদ হোসাইন।

গোল টেবিল আলোচনাতে বক্তব্য রেখেছেন সমাজের বিভিন্ন স্তরের তরুণ উদ্যোক্তা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পেশাজীবি, চিকিৎসক, শিক্ষক, ছাত্র ছাত্রী সহ অনেকেই।
মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সবার মতামত শোনেন এবং তিনি স্বপ্নের ঢাকা গড়ে তোলার পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন।
উল্লেক্ষ্য, এই অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট ইরফান ইসলাম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সারাহ কামাল সহ ন্যাশনাল গভর্নিং বোর্ডের আরো অনেকে উপস্থিত ছিলেন। জেসিআই বাংলাদেশ ১৮-৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত একটি ভলান্টারি প্রতিষ্ঠান। জেসিআই বর্তমানে বিশ্বের ১২০ টিরও দেশে কাজ করেছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন


আপনার মন্তব্য