২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:০৩

ঝুলে থাকা অক্ষর কি জানাবে ইতিহাস?

প্রেস বিজ্ঞপ্তি

ঝুলে থাকা অক্ষর কি জানাবে ইতিহাস?

প্রতি বছর বাঙালি জাতির কাছে ২১ শে ফেব্রুয়ারি অনন্য আবেদন নিয়ে হাজির হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য আমরা প্রাণ বিলিয়ে দিয়েছি, তাই এর মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য সচেতন প্রয়াস জরুরি- এই বোধ সবাইকে উদ্বেলিত করে। মাতৃভাষাকে ভালোবাসা জানানোর সদিচ্ছা থেকে প্রতিবছর কিছু না কিছু কর্মকাণ্ড আমরা দেখি। অক্ষর নিয়ে, বর্ণমালা নিয়ে আমাদের নাড়াচাড়া সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ।

একেকটি বর্ণমালাকে ঘিরে আমাদের অফুরান আবেগ। বাগযন্ত্র  থেকে যে পবিত্র ধ্বনি বেরিয়ে আসে, যে ধ্বনি আমাদের হাসি-কান্না-বিদ্রোহ ভালোবাসাকে ধারণ করে, যে অক্ষর চর্যাপদের পুঁথি থেকে উঠে এসে, শতাব্দী কাল পেরিয়ে যে ভাষা চলছে বহতা নদীর মত তার প্রতি ভালোবাসার প্রকাশের রূপটাও বোধ হয় একটু বিচিত্রই হয়। সেই বিচিত্র ভালোবাসার প্রকাশ দেখা গেছে গুলশান কিংবা বনানীর ব্যস্ত সড়কে। অক্ষর ঝুলে আছে গাছের ডালে, ল্যাম্পোস্টের খুঁটিতে। অক্ষরগুলোর নিচে লেখা আছে-

উল্লাস নাকি হাহাকার/ বিদ্রোহ অথবা চিৎকার/ কোন ইতিহাস লুকিয়ে আছে এই নিষ্প্রাণ অক্ষরের ভিতরে? আমরা কি জানতে পারবো? অক্ষরের নিচে গুডলাকের ফেইসবুক পেইজের লিংক দেয়া আছে। খুব সম্ভবত ভাষা দিবস উপলক্ষে গুডলাক স্টেশনারি নতুন কোন উদ্যোগ নিতে চলেছে। ব্যস্ত সড়কে বিরাট বিরাট অক্ষর ঝুলতে দেখে ইতিমধ্যে পথচারী সহ সাধারণ মানুষের কৌতূহল প্রকাশ করেছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর