২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:১৬

কোমর ও বাত রোগীদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক

কোমর ও বাত রোগীদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

 

২১শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিল্পী কুঞ্জে কোমর ও বাত ব্যাথার রোগীদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করলো মডার্ণ ওয়ানস্টপ আর্থ্রাইটিস কেয়ার এন্ড রিসার্চ সেন্টার ও প্রফেসর নজরুল রিউমেটোলজি ফাউন্ডেশন। অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার ছিলেন হেলথ কেয়ার ফার্মা লিমিটেড। 

অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে ২-৩% কর্মক্ষম পুরুষ ও মহিলা কোমর ও বাত ব্যাথায় ভুগছে। পরিতাপের বিষয় যথাসময়ে চিকিৎসা ও সচেতনতার অভাবে এদের অনেকেই কর্মহীন হয়ে পড়ে। যথাসময়ে চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধি পেলে এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব।

গত চার বছর ধরে এই সেন্টার রোগীদের চিকিৎসার পাশাপাশি সচেতন করতে কাজ করছে। আগামীতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর