২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৫০

জাভা সমর্থিত ওয়ালটনের নতুন ফিচার ফোন

প্রেস বিজ্ঞপ্তি

জাভা সমর্থিত ওয়ালটনের নতুন ফিচার ফোন

জাভা সমর্থিত নতুন ফিচার ফোন এনেছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। বাংলাদেশে ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি স্মার্ট সুবিধায় সাজানো নতুন এই ফোনের মডেল ‘ওলভিও এমএম১৯জে’। আকর্ষণীয় ডিজাইনের ফোনটি মিলছে বেশ কয়েকটি ভিন্ন রঙে। দাম মাত্র ১,৩০০ টাকা।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ডুয়াল সিমের এই ফিচার ফোনটিতে জাভা সমর্থিত গেম এবং এপ্স ব্যবহার করা যাবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে বিল্টইন ফেইসবুক, অপেরা মিনি, ইডিজিই, ২.৪ ইি র উজ্জ্বল রেজুলেশনের পর্দা, উভয় পাশে এলইডি ফ্ল্যাশযুক্ত ডিজিটাল ক্যামেরা, ১৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, উজ্জ্বল আলোর এলইডি টর্চ, ৩২ জিবি কার্ড সাপোর্ট, এমপিথ্রি, এমপি ফোর, থ্রিজিপি প্লেয়ার, রেকর্ডিং সুবিধাসহ ওয়্যারলেস এফএম রেডিও, ব্লুটুথ ইত্যাদি। 

ফোনটিতে ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্টসহ ১০১ দিনের প্রায়োরিটি বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতারা। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর