২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:২০

'অ্যাপারেল টেক-আপ' আয়োজন করছে কোটস গ্লোবাল সার্ভিসেস

প্রেস বিজ্ঞপ্তি

'অ্যাপারেল টেক-আপ' আয়োজন করছে কোটস গ্লোবাল সার্ভিসেস

ঢাকা ও চট্টগ্রামে প্রথমবারের মতো ‘অ্যাপারেল টেক-আপ’ আয়োজন করছে পোশাক ও জুতাশিল্পে সফটওয়্যার সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান কোটস গ্লোবাল সার্ভিসেস। আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় এবং ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে ‘অ্যাপারেল টেক-আপ’ নামের এ আয়োজনটি অনুষ্ঠিত হবে।  

‘অ্যাপারেল টেক-আপ’-এ সাধারণত পোশাক ও জুতাশিল্পে প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। বাংলাদেশ পর্বের এ আয়োজনে ডেটা বিশ্লেষণ এবং পোশাক উৎপাদন খাতে কিভাবে যথার্থতার সঙ্গে ডেটা ব্যবস্থাপনা করা যায়, তার ওপর গুরুত্বাপরোপ করা হবে।  

‘অ্যাপারেল টেক-আপে’র বাংলাদেশ পর্বের এ আয়োজনে ঢাকা ও চট্টগ্রামের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে। কোটস গ্লোবাল সার্ভিসেস এর সঙ্গে জড়িত আন্তর্জাতিক পর্যায়ের ঊচ্চপদস্থ কর্মকর্তারা এতে বক্তব্য রাখবেন। এছাড়া এতে একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হবে, যাতে বিভিন্ন অংশীদার যেমন; পোশাক শিল্পের বিভিন্ন ব্র্যান্ড, প্রযুক্তি সরবারহকারী প্রতিষ্ঠান এবং উৎপাদনের সাথে জড়িতরা অংশগ্রহণ করবেন।   

   

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর