সোমবার, ২০ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মহাদেবপুরে গ্যাসের ট্যাবলেট খেয়ে দুই গৃহবধূর আত্মহত্যা

মহাদেবপুরে গ্যাসের ট্যাবলেট খেয়ে দুই গৃহবধূর আত্মহত্যা

নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলহের জের ধরে গ্যাসের ট্যাবলেট খেয়ে দুই গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

জানা গেছে, আজ বিকালে উপজেলার দক্ষিন হোসেনপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী এক সন্তানের জননী রেবেকা পারভীন (২০) পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। গুরতর অসুস্থ অবস্থায় তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।

অপরদিকে আজ ভোর রাতে উপজেলা সদরের বালুকা পাড়ার স্বপন চন্দ্র মন্ডলের স্ত্রী লক্ষ্মী রানী গ্যাসের বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। স্বপন চন্দ্র মন্ডলের স্ত্রী লক্ষ্মী রানীর সাথে বিকালে তার শাশুড়ির ঝগড়া-বিবাদ হয়। এরই জের ধরে দুপুরে লক্ষ্মী রানি আত্মহত্যার উদ্দেশ্যে সকলের অজান্তে গ্যাসের ট্যবলেট খায়।

গুরতর অসুস্থ অবস্থায় তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হলে বিকালে পথিমধ্যে বাগাচাড়া নামক স্থানে পৌঁছালে সেখানে তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, পৃথক দুটি ঘটনায় মহাদেবপুর থানায় ইউডি মামলা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর