মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ভৈরব নদের তীরে ৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভৈরব নদের তীরে ৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ব্যবসায়ীরা মালামাল সরাচ্ছেন (বাঁয়ে)। গাজীপুরে রাস্তার ওপর প্রাচীর ভেঙে দেয় প্রশাসন

বাগেরহাট শহরের ভৈরব নদের তীরে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৭০টি স্থাপনা ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ চন্দ দের নেতৃত্বে গতকাল ওই অভিযান পরিচালিত হয়। এদিকে গাজীপুরে সরকারি রাস্তার ওপর গড়ে তোলা সীমানা প্রাচীর ভেঙে দেয় জেলা প্রশাসক।

ব্যবসায়ীদের অভিযোগ, বাগেরহাট জেলা প্রশাসন হঠাৎ অভিযান চালিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিয়েছেন। এখন তারা কোথায় যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। ব্যবসা করতে বিকল্প জায়গা দিতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ চন্দ দে জানান, ভৈরব নদের প্রায় দুই কিলোমিটার জুড়ে ব্যবসায়ীসহ বিভিন্ন লোক অবৈধভাবে স্থাপনা গড়ে তোলেন। গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করে সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন। কিন্তু তারা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ব্যবসা

চালিয়ে আসছিলেন। এদিকে গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা থেকে অবৈধভাবে নির্মাণ করা ঘর ও সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানার নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ওই রাস্তা থেকে অবৈধভাবে নির্মাণ করা ঘর ও সীমানা প্রাচীর ভেঙে দিয়ে রাস্তাটি উদ্ধার করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় কাউন্সিলর মো. আব্বাস উদ্দিন খোকন, কোনাবাড়ী ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা আবদুল ওয়াহাব, পুলিশ প্রশাসনসহ এলাকার লোকজন।

 

 

 

সর্বশেষ খবর