মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

সোনামসজিদে রাজস্ব ফাঁকি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কাস্টমস কর্মকর্তাদের উৎকোচ দিয়ে ঘোষণার অতিরিক্ত ফল আমদানি করা হচ্ছে। এতে গত সাতদিনে প্রায় দুই কোটি টাকার রাজস্ব ফাঁকির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সোনামসজিদ বন্দর কাস্টমসের সহকারী কমিশনার ফকরুল আমিন চৌধুরী। চলতি বছরের শুরু থেকে সোনামসজিদ বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আমদানি প্রতিরোধে কঠোর ভূমিকা রাখে বিজিবি। ওই সময় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়। যার বেশিরভাগই ছিল ফল। তখন এই বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ করে দেন আমদানিকারকরা। গত মাসের ২৭ তারিখ থেকে আবারো ফল আমদানি শুরু হয়েছে। আমদানি শুরুর পরই রাজস্ব ফাঁকি দিয়ে আনা হচ্ছে অতিরিক্ত ফল।

সর্বশেষ খবর