মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

অভিযোগ তদন্তকালে বঞ্চিতদের বিক্ষোভ

ভিজিএফের চাল উধাও

হবিগঞ্জের বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউপি কার্যালয় থেকে ভিজিএফের চাল উধাওয়ের অভিযোগ তদন্তকালে ঘটনাস্থলে হাজির হন অর্ধশতাধিক বঞ্চিত দরিদ্র মানুষ। চাল না পেয়ে তদন্ত কর্মকর্তার সামনে বিক্ষোভ করেন তারা। তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান রবিবার ওই ইউপি কার্যালয়ে গেয়ে এ ঘটনা ঘটে। এছাড়া তদন্তকালে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব, ট্যাগ অফিসার ও দফাদারদের বক্তব্যে গড়মিল পাওয়া গেছে। ৩ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে ইউপি কার্যালয় থেকে ভিজিএফের চাল উধাও হওয়ার খবর ছাপা হয়। এ পরিপ্রেক্ষিতে ইউএনও শামছুল ইসলাম দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কর্মকর্তা জানান, তদন্তকালে আলাদা আলাদা বক্তব্য পাওয়া গেছে। দু-চার দিনের মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে। এছাড়া ঈদুল ফিতরের সময় তালিকাভূক্ত ৪৫ জনকে ভিজিএফের চাল না দেওয়া ও কাবিখার একটি প্রকল্পে চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগও একই দিন তদন্ত করা হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর