মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

কোটি টাকার জমির মালিক হয়েও নিঃস্ব রাজমিস্ত্রী পরিবার

নরসিংদীর মাধবদীতে দরিদ্র একটি পরিবারের পৈতৃক ১৩ বিঘা জমি প্রভাবশালীরা দখল করে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে। নিজ জমিতে পা রাখলেই মারপিট করাসহ হত্যার হুমকি দেওয়া হয়। ফলে অর্ধাহারে অনাহারে দিন কাটছে ভুক্তভোগী রাজমিস্ত্রীর পরিবারের। জেলা প্রশাসক বরাবর দায়ের করা অভিযোগপত্র থেকে এ তথ্য জানা গেছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়- নরসিংদী সদর উপজেলার মাধবদী মেহেরপাড়া ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের সিরাজ মিয়ার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তির মালিক হন তার বৃদ্ধা স্ত্রী ও তিন সন্তান। সম্প্রতি এসব জমি দখল করে নেয় প্রভাবশালী প্রতিবেশী ফিরোজ মিয়ার পরিবার। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েও কোনো প্রতিকার পায়নি রাজমিস্ত্রি দরিদ্র পরিবার।  নিহত সিরাজ মিয়ার বৃদ্ধা স্ত্রী হেলেনা বেগম বলেন, আমার স্বামীর অনেক সম্পত্তি থাকলেও এখন একটি ছাপড়া ঘর ছাড়া আমাদের দখলে কিছুই নেই। সব সম্পত্তি দখল করে নিয়েছে ফিরোজ মিয়া ও তার বংশধররা। ফলে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। সিরাজ মিয়ার ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম বলেন, প্রতিপক্ষের একাধিক মামলা মোকদ্দমার পর আদালত জমির মালিকানা রায় আমাদের পক্ষে দিলেও জমির দখল নিতে পারছি না। প্রতিপক্ষরা শক্তিশালী হওয়ায় তারা প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। এমনকি আমাদের পক্ষে কেউ কথা বললে তাদেরও মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।  
তবে দখলদার ফিরোজ মিয়া জানান, আমাদের পৈতৃক সম্পত্তির পাশাপাশি এসব জমি আমরা ক্রয় করেছি। তাই এ জমিতে তাদের দাবি করার কোনা ভিত্তি নেই।

সর্বশেষ খবর