বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

চট্টগ্রাম নার্সিং কলেজ বন্ধ ঘোষণা, উত্তেজনা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিকালে কলেজের একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিক্ষার্থীরা হল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন।

কলেজ সূত্রে জানা যায়, সোমবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নার্সিং কলেজের বিভিন্ন বর্ষের ফল প্রকাশ করে। চারটি বর্ষে ৪৭ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়। ফলাফল বিপর্যয়ের প্রতিবাদে তাৎক্ষণিক আন্দোলনে নেমে অধ্যক্ষকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় তারা ফল পুনঃমূল্যায়নের দাবি জানান। গতকাল সকালে শিক্ষার্থীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বসার কথা ছিল। কিন্তু বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। তবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে প্রতিবাদ মিছিল করেন। নার্সিং কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন, শিক্ষার্থীদের আলোচনায় বসতে ডাকা হয়েছিল। কিন্তু তারা আলোচনায় বসতে রাজি হয়নি। পরে সার্বিক দিক বিবেচনায় নিয়ে কলেজ বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের হল ত্যাগ করতে নোটিস দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর