বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
শয্যা সংকটে কুমেক

মেঝেতে তিন শতাধিক রোগী

মেঝেতে তিন শতাধিক রোগী

কুমিল্লা হাসপাতালে মেঝেতে রোগী

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। স্থান সংকুলান না হওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছেন তিন শতাধিক রোগী। শয্যার চেয়ে অনেক বেশি রোগী অবস্থান করায় তারা পর্যাপ্ত সেবা পাচ্ছেন না। দূষিত হচ্ছে হাসপাতালের পরিবেশ।

কুমেক হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০। তবে প্রতিদিন আট শতাধিক রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয়দের পক্ষ থেকে হাসপাতালটি ৭৫০ শয্যায় উন্নীত করার দাবি জানানো হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, চলতি মাসের গত ১৯ দিন গড়ে আট শতাধিক রোগী অন্ত:বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বহির্বিভাগে গত সপ্তাহে চিকিৎসা নিয়েছেন সাত সহস্রাধিক। শুধু কুমিল্লা নয়, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও নোয়াখালীর রোগীও এখানে চিকিৎসা নিতে আসেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেল বলেন, বাড়তি রোগীর চাপে চিকিৎসক-কর্মচারীদের অতিরিক্ত শ্রম দিতে হচ্ছে। চতুর্থ শ্রেণীর ৬৭টি পদের ৩২টি খালি থাকায় হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে বেকায়দায় পড়তে হচ্ছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় শয্যাবৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। ১৭ সেপ্টেম্বর স্বাস্থ্য সচিবের সঙ্গে মতবিনিময় সভায়ও বিষয়টি উপস্থাপন করেছি।'

 

 

সর্বশেষ খবর