বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

মান্দায় ৪৮ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ

১৯ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে 'মান্দায় ৪৮ কমিউনিটি ক্লিনিকে চার মাস ওষুধ সরবরাহ বন্ধ' শিরোনামে সংবাদ প্রকাশের পর সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে প্রেসব্রিফিং শেষে ওইসব ক্লিনিকে ওষুধ সরবরাহ করা হয়। আপদকালীন সময়ের জন্য মজুদ এক কার্টন করে ওষুধ ৪৮টি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডারদের হাতে তুলে দেন স্বাস্থ্য কর্মকর্তা। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এটিএম মোকারম হোসেন জানান, গত ২০ জুন উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে দুই কার্টন করে ওষুধ সরবরাহ করা হয়েছিল। সরবরাহকৃত ওষুধ দিয়ে চার মাসের চিকিৎসা সেবা চালিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল হেলথ কেয়ার প্রোভাইডারদের। কিন্তু কোনো কোনো ক্লিনিকে রোগী বেশি হওয়ায় ওষুধ অল্পদিনের ব্যবধানেই শেষ হয়ে যায়। তবে চার মাস ধরে ক্লিনিকগুলোতে ওষুধ সরবরাহ নেই এমন তথ্য সঠিক নয়।

নওগাঁর সিভিল সার্জন ডা. আলাউদ্দিন জানান, বাংলাদেশ প্রতিদিনে ১৯ অক্টোবর সংবাদ প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন মহলের টনক নড়ে। তিনি বাংলাদেশ প্রতিদিনকে সাধুবাদ জানান।

 

 

সর্বশেষ খবর