বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

যশোরে উলামা লীগ নেতাসহ দুজনকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে আসামি খুন

যশোরে ওলামা লীগ নেতাসহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিরাজগঞ্জে পুলিশ ক্যাম্প লুটের মামলার আসামি সাইদুল খুন হয়েছেন। নিখোঁজ রয়েছেন তার বাবা ও ভাই। এছাড়া বিভিন্ন স্থানে খুন হয়েছেন চারজন।

যশোরে ওলামা লীগ নেতাসহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে কোতোয়ালি ও বাঘারপাড়া থানায় মামলা হয়েছে। স্বজনরা জানান, বাঘারপাড়ার হাগড়া গ্রামের শরিফুল ইসলামকে সোমবার রাতে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। যশোর মেডিকেলে গতকাল তিনি মারা যান। পুলিশ জানায়, শরিফুল নিজেকে ওলামা লীগের নেতা পরিচয় দিতেন। তবে কেউ তার পদবি বলতে পারছেন না। এদিকে একই রাতে যশোর শহরের বকচর হুশতলায় তরিকুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি ওই এলাকার মোজাহার আলীর ছেলে। সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ী পুলিশ ক্যাম্প লুটের মামলার আসামি সাইদুল ইসলামকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিখোঁজ রয়েছেন তার ভাই বাবু ও পিতা আবুল হোসেন। স্থানীয় একটি ডোবা থেকে গতকাল সাইদুলের লাশ উদ্ধার করে পুলিশ। গাইবান্ধা বউয়ের মারপিটে মৃত্যু : গাইবান্ধা সদর উপজেলায় কিশামত মালিবাড়িতে ছেলের বউয়ের মারপিটে শাশুড়ি হালিমা বেগমের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। হালিমা ওই গ্রামের রবিজল হকের স্ত্রী। সোমবার রাতের ওই ঘটনার পর ছেলে আবদুল হামিদ ও ছেলের বউ রহিমা পলাতক। কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক : ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আলমগীর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের তরিকউল্লাহ রোডে এ ঘটনা ঘটে। আলমগীরের বাড়ি মুন্সিগঞ্জ। তিনি আগানগর ছোট মসজিদ রোডে ভাড়া থাকতেন। পঞ্চগড়ে ব্যবসায়ী : বোদা উপজেলার ভোগপাড়ায় সোমবার রাতে বাদাম ব্যবসায়ী জহিরুল ইসলামকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জহিরুল ভোগবাড়ি গ্রামের আরমান আলীর ছেলে। ঝিনাইদহে লাশ উদ্ধার : কোটচাঁদপুর উপজেলার দুতিয়ারকুঠি থেকে সোমবার রাতে গৃহবধূ স্বপ্না খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বপ্না ওই গ্রামের সাদেক হোসেনের স্ত্রী। পুলিশের ধারণা, স্বপ্নাকে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন মরদেহ অাঁড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।

সর্বশেষ খবর