বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

নেত্রকোনায় তিন দিন পর বাস চলাচল শুরু

টানা ৩ দিন বন্ধ থাকার পর গতকাল সকাল থেকে নেত্রকোনার সঙ্গে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল শুরু হয়েছে। এর আগে জেলা পরিবহন মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলের জেরে শনিবার থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত ১৪ তারিখে যুব ও ক্রীড়া বিষয়ক উপমন্ত্রী আরিফ খান জয়ের নিজস্ব প্যাডে মন্ত্রী স্বাক্ষরিত নতুন কমিটি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বরাবর পাঠানো হয়। এতে পুরাতন কমিটির সভাপতি ওবায়দুল হক রতনকে আহব্বায়ক করে মন্ত্রীর ভাই সাইফ খান বিপ্লবকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে ৫৯ সদস্য কমিটি গঠন করা হয়। এর পর থেকে এই দ্বন্দ্বের সূত্রপাত ঘটে।

নেত্রকোনা পরিবহন মালিক সমিতির সম্পাদক আরিফ খান জানিয়েছেন, তিন মন্ত্রীর সমন্বয়ে ঢাকায় বৈঠক করে নেত্রকোনার পুরাতন কমিটি বহাল রাখায় পুনরায় বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

সর্বশেষ খবর