বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

লংগদুতে জেএসএসের কার্যালয়ে আগুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) রাঙামাটির লংগদু উপজেলা শাখার কার্যালয় আগুনে পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে লংগদু উপজেলা সদরে সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে লংগদু সদরে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে জেএসএস কার্যালয়ের ভয়াবহ আগুন লাগে। প্রথমে কার্যালয়ের পূর্ব পাশ থেকে আগুন দেখা যায়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় কার্যালয়ের ভেতরে বেশ কিছু আসবাবপত্র আগুনে পুড়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার কোনো সঠিক তথ্য পাওয়া না গেলেও সংগঠনটি অভিযোগ করেছে পার্বত্য শান্তিচুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ এ ঘটনা ঘটাতে পারে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ নেতারা।

লংগদু থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান জেএসএসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা।

সর্বশেষ খবর