বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মেঘনায় অবৈধ বালু উত্তোলন চলছেই

নিষেধাজ্ঞা উপেক্ষা করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর পূর্ব পাশ থেকে বালু উত্তোলন চলছেই। এলাকাবাসীর অভিযোগ, শাহাব উদ্দিন প্রধানের নেতৃত্বে ১২ জনের সিন্ডিকেট পুলিশকে ম্যানেজ করে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হলেও রহস্যজনক কারণে মূল হোতা শাহাব উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়নি। তবে শাহাব উদ্দিন প্রধান ও নাসির উদ্দিন মেম্বার জানান, তারা নিয়মনীতি মেনেই বালুর ব্যবসা করছেন। উপজেলা যুবলীগের সভাপতি গাজী মজিবুর রহমান জানান, শাহাব উদ্দিন ও আলম যুবলীগের কেউ নন। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার দায়ভার আমরা নেব না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান জানান, যারা অবৈধভাবে বালু ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইউএনও আবু নাসের ভুঞা জানান, মেঘনা সেতুর পূর্ব পাশে সড়ক ও জনপথের জমিতে যারা বালু ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোসনিয়া ফাতিমা জানান, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা জানান, মেঘনা সেতুর পূর্ব পাশে অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর