বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলস

শেয়ার হোল্ডারদের ঘরে আগুন

সিদ্ধিরগঞ্জের গোদনাইলে নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলসের আন্দোলনরত শেয়ারহোল্ডারদের বিতাড়ন ও মিলটি দখলে নিতে আন্দোলনরত শেয়ারহোল্ডারদের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শেয়ারহোল্ডারদের বসতবাড়িতে বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আগুনে পুড়ে গেছে শেয়ারহোল্ডার স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসেন, আবদুর রশিদ, নিরঞ্জন দাস ও সুশীল বাড়ৈর ঘর। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই চারটি ঘরে থাকা লোকজন।

পুলিশ বলছে, আগুনের ঘটনাটি নাশকতা কিনা অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। আন্দোলনরতরা জানান, শেয়ারহোল্ডারদের বিতাড়ন ও মিলটি দখলে নিতে বেপরোয়া হয়ে পড়েছে মিলটির দুর্নীতিবাজ পরিচালনা পর্ষদ। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের অাঁধারে মিলটির স্থাপনা ভেঙে যন্ত্রাংশ লুটপাট করা হচ্ছে। অন্যদিকে নিট কনসার্নের মালিক জয়নাল আবেদীন মোল্লার ভাই মনির হোসেনের দাবি, তাদের ফাঁসানোর জন্য শেয়ারহোল্ডাররা নিজেরাই আগুন লাগিয়ে তাদের নাম বলছেন। তারা যদি আগুন লাগাতেন তাহলে সবার ঘরেই লাগাতেন। দু'একটি ঘরে নয়।

সর্বশেষ খবর