বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

বকেয়া দাবিতে প্রতিবন্ধী শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট পরিচালিত মৈত্রী শিল্পের প্রতিবন্ধী শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতন দাবিতে গতকাল কারখানা গেটে বিক্ষোভ করেছেন। এ সময় কর্তৃপক্ষ তাদের মারধর ও কারখানা থেকে বের করে দিয়ে গেটে তালা লাগিয়ে দেন। এতে আহত হয়েছেন আট প্রতিবন্ধী শ্রমিক। নির্যাতিত শ্রমিকরা জানান, কারখানায় কর্মরত শ্রমিকরা ২০১৩ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত বেতন-ভাতা পায়নি। বাৎসরিক ইনক্রিমেন্টও দেওয়া হয়নি। এমনকি ঈদুল আযহার উৎসব বোনাসও বকেয়া রয়েছে। এ অবস্থায় শ্রমিকরা বকেয়া চাইতে গেলে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মামুন ও মৈত্রী শিল্পের হিসাবরক্ষক মহসিন আলী শ্রমিকদের মারধর করেন।

সর্বশেষ খবর