বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

কোটচাঁদপুরে মসলা খেয়ে ১০ স্কুল ছাত্র অসুস্থ

কোটচাঁদপুরে মসলা খেয়ে ১০ স্কুল ছাত্র অসুস্থ

মাংস রান্নার মসলা খেয়ে আজ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। তাদের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থরা হলেন- তারিক হোসেন, সাগর আহম্মেদ, মেহরাব হোসেন, রতন কুমার, তুষার হোসেন, শামিম আহম্মেদ, জিহাদ আলী, সোহেল রানা আল-মামুন ও মাহফুজ আলীসহ ১০ ছাত্র।

কোটচাঁদপুর থানার ওসি শাহীদুল ইসলাম শাহিন জানান, সকালে বলরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্র বাড়ি থেকে প্যাকেটজাত গরুর মাংস রান্না করার মসলা স্কুলে নিয়ে আসে। সকাল সাড়ে ১১টার দিকে একই শ্রেণীর ১০ বন্ধু মিলে ওই মসলা ভাগাভাগি করে খায়। এরপর তারা একে একে সবাই শ্রেণীকক্ষেই পেট ব্যথা করতে শুরু করে এবং অসুস্থ্য হয়ে পড়ে। পরে স্কুলের শিক্ষকরা অবস্থার বেগতিক দেখে তাদেরকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন


 

সর্বশেষ খবর