বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

বগুড়ায় ৮০ হাজার টাকা জরিমানা আদায়

বগুড়ায় ৮০ হাজার টাকা জরিমানা আদায়

বগুড়ায় নিরাময় ল্যাবরেটরিসে (ইউনানী) অভিযান চালিয়ে উৎপাদন লাইসেন্স মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের ওষুধ তৈরির দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বিকেলে শহরের চকসূত্রাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। এ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন নজরুল ইসলাম ও শাহিনা শবনাম।

পৌরসভার স্বাস্থ্য পরির্দশক শাহ আলী খান জানান, শহরের চকসূত্রাপুর এলাকায় নিরাময় ল্যাবরেটরিসে অভিযান চালিয়ে উৎপাদন লাইসেন্স মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের ওষুধ তৈরির দায়ে ফার্মেসির প্রোপ্রাইটর রওমন আলীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন ড্রাগ সুপার সুপুর্ণ আহমেদ, পৌরসভার স্বাস্থ্য পরির্দশক শাহ আলী খানসহ পুলিশ সদস্যরা।

বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর