বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মুন্সীগঞ্জে ৩ সহোদরসহ ৫ জনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জে ৩ সহোদরসহ ৫ জনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জে একটি হত্যা মামলায় তিন সহোদরসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

আজ মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ মো. শাহজাহান কবির ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ৪ আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানাযায়, লৌহজং উপজেলার কলিকাতা-ভোগদিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৯ সালের ২৪ জুন আব্দুর রহমান শিকদারকে (৭৪) হত্যার উদ্দেশ্যে হামলা করে আসামিরা। পরে হামলার ৪ দিনের মাথায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিকদার।

ঘটনার পর নিহতের ছেলে আল-আমিন সিকদার বাদী হয়ে লৌহজং থানার ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় উপজেলার কলিকাতা-ভোগদিয়া গ্রামের মৃত ওহাব মালোর ছেলে মতি মালো (৩৫), আব্দুল হান্নান মালো (৩৫) ও মানিক মালো (৩০) এবং একই এলাকার বেলাল (৩৫) ও মো. আব্দুর রহমানকে (৩২)।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন; অ্যাড. মুজিবুর রহমান, অ্যাড. সুলতানা আক্তার বিউটি এবং রোকসনা আক্তার লাকি। অন্যদিকে আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. নাসিরুজ্জামান খান।

বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন
 

সর্বশেষ খবর