বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ ভাঙচুর, আহত ৩০

শরীয়তপুর সদর উপজেলায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৮ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ভাঙচুর করা হয় ১০টি বসতঘর। তুলাশার ইউনিয়নের দক্ষিণ গোয়ালদি গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। এতে জড়িত অভিযোগে ২০ জনকে আটক করেছে পুলিশ। শরীয়তপুর সদর থানা ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা কৃষকলীগের আহ্বায়ক আমিন উদ্দিন ফকির ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ ফকিরের মধ্যে বিরোধ চলছে। আমিন উদ্দিনের সমর্থক রাজ্জাক মোড়লের মেয়ের বিয়ে উপলক্ষে দক্ষিণ গোয়ালদি গ্রামের বাড়িতে সাজসজ্জার কাজ চলছিল। সকালে জাহিদের সমর্থক কয়েকজন যুবক সেখানে বাধার সৃষ্টি করে। এ নিয়ে হাতাহাতি এবং একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। জাহিদ ফকির বলেন, 'আমিন উদ্দিন বিএনপির লোকজন নিয়ে আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। আমিন উদ্দিন বলেন, 'জাহিদের সন্ত্রাসী বাহিনী আমার এক সমর্থকের বাড়িতে হামলা করলে সংঘর্ষ হয়। তারা আমার ২০ জন সমর্থককে কুপিয়ে আহত করেছেন।'

সদর থানার ওসি জানান, পরিস্থিতি এখন শান্ত। ২০ ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো মামলা হয়নি।

সর্বশেষ খবর