শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

আইনজীবীকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড, বিক্ষোভ ডিসি অফিস ঘেরাও

আইনজীবীকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড, বিক্ষোভ ডিসি অফিস ঘেরাও

মাগুরা ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেলিনা বানুর সঙ্গে আদালত চলাকালে অশোভন আচারণের দায়ে আইনজীবী সৈয়দ ফিরোজুর রহমানকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিবাদে আইনজীবীরা গতকাল শহরে বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। এ সময় তারা ফিরোজুরের দণ্ডাদেশ প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। ফিরোজুর রহমানের দাবি, ম্যাজিস্ট্রেট সেলিনা বানুর সঙ্গে তিনি কোনো অশোভন আচরণ করেননি। আন্দোলনরত আইনজীবীরা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে বিষয়টি জজ আদালতে উপস্থাপনের সুযোগ রয়েছে। সেটি না করে ঘটনার অনেক পর ওই আইনজীবীর অনুপস্থিতিতে এ ধরনের রায় অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসক বলেন, 'আইনজীবীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে।'

কুষ্টিয়ায় দুজনের জেল : কুষ্টিয়া প্রতিনিধি জানান, টেন্ডার দরপত্র খোলার সময় সরকারি কাজে বাধা দেওয়ায় দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে গতকাল আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ।

 

 

সর্বশেষ খবর