বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

বগুড়াকে নিজের বাড়ি মনে করি: খালেদা

বগুড়াকে নিজের বাড়ি মনে করি: খালেদা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের কি অবস্থা আপনারা তা জানেন। দেশের প্রয়োজনে যখনই ডাক দেবো তখনই আপনারা সাড়া দেবেন। আমাদের আন্দোলনে আপনারা পাশে ছিলেন থাকবেন।
তিনি বলেন, বগুড়া জেলা বিএনপি শক্তিশালী সংগঠন। বগুড়াকে নিজের বাড়ি মনে করি বলেই উত্তরাঞ্চলে সফরে এলে বগুড়ায় অবস্থান করি।

বেগম খালেদা জিয়া আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বগুড়া সার্কিট হাউজে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবদীন চাঁন, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো. শোকরানা, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, বিএনপি নেতা ফজলুল বারী বেলাল, লাভলী রহমান, বিএনপি নেতা মাফতুন আহম্মেদ খান রুবেল, তাহা উদ্দিন নাহিন, এমআর ইসলাম স্বাধীন, পরিমল কুমার, যুবদল নেতা সিপার আল বখতিয়ার, মেহেদী হাসান হিমু, জেলা ছাত্রদল নেতা ফারুকুল ইসলাম ফারুক প্রমুখ।

এরপর খালেদা জিয়া নীলফামারীর জনসভার উদ্দেশ্যে সার্কিট হাউস ত্যাগ করেন। বগুড়া সার্কিট হাউস থেকে জেলার উত্তরের সীমানা রহবল পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ বেগম খালেদা জিয়াকে সংবর্ধনা প্রদান করেন। এসময় তিনি গাড়িতে বসে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এর আগে বুধবার রাত পৌনে ১০টায় ঢাকা থেকে সড়কপথে বগুড়া সার্কিট হাউজে পৌঁছেন খালেদা জিয়া। রাতে জেলা বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়া ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
খালেদা জিয়া বক্তব্য দেওয়ার আগে জেলা ২০ দলীয় জোট, জাতীয়তাবাদী আইনজীবী নেতবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কর্তৃক সম্প্রতি বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম শ্রেষ্ঠ সংগঠকের সম্মাননা অর্জন করায় তার হাতে স্বর্ণপদক তুলে দিয়ে শুভেচ্ছা জানান বেগম খালেদা জিয়া।
 

 

বিডি-প্রতিদিন/ ২৩ অক্টোবর, ২০১৪/ রশিদা

সর্বশেষ খবর