বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মেঘনায় সারবোঝাই জাহাজডুবি

মেঘনায় সারবোঝাই জাহাজডুবি

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জের মেঘনা নদীতে লঞ্চ ও তেলবাহী ট্যাংকারের ধাক্কায় সারবোঝাই জাহাজ এমএল সিন্ধু ডুবে গেছে। গতকাল শেষ রাতে ডুবি হলেও জাহাজের সুকানি আজ বিকেল ৫টায় মেহেন্দিগঞ্জ থানায় অভিযোগ করেন। ওই জাহাজে ১২ হাজার ৫০০ বস্তা সার ছিল।

অভিযোগকারী ডুবে যাওয়া জাহাজের সুকানি স্বপন হাওলাদার জানান, সাড়ে ১২ হাজার বস্তা সার নিয়ে মংলা থেকে আশুগঞ্জে জাহাজটি যাচ্ছিল। পথে মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে শেষ রাতে ঢাকা থেকে আসা এমভি টিপু-৭ লঞ্চ প্রথমে সারবোঝাই জাহাজটিকে ধাক্কা দেয়। এরপর তেলবাহী ট্যাংকার নূরজাহান পেছন থেকে ধাক্কা দিলে সারবোঝাই এমএল সিন্ধু মেঘনায় ডুবে যায়।

সুকানি স্বপন আরও জানান, তাদের জাহাজে থাকা ১০ নাবিক সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন। ডুবন্ত জাহাজ তারা কাঁচি দিয়ে বেঁধে রেখেছেন। বিকেলে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা মেহেন্দিগঞ্জ থানার এসআই মো. কামাল হোসেন জানান, ঘটনাস্থলে পাহারাদার রাখা হয়েছে। এখন জোয়ার থাকায় জাহাজ তোলার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

বিডি-প্রতিদিন/ ২৩ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন
 

সর্বশেষ খবর