শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

সওজের জায়গায় তিন শতাধিক অবৈধ স্থাপনা

মাসে ভাড়া তোলা হচ্ছে লাখ লাখ টাকা

শরীয়তপুর শহরে সড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। ঢাকা-শরীয়তপুর সড়কের প্রেমতলা থেকে মনোহর বাজারের মোড় পর্যন্ত প্রায় তিন শতাধিক কাঠ ও টিনের ঘর তৈরি করে প্রতিমাসে ভাড়া তোলা হচ্ছে লাখ লাখ টাকা। স্থানীয়রা ঘরগুলো নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শরীয়তপুর সওজ বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, জেলা শহরের ১০টি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। ঢাকা-শরীয়তপুর সড়কের প্রেমতলা, কোটাপাড়া মোড়, পৌর বাস টার্মিনাল, চৌরঙ্গী মোড়, সদর হাসপাতালের সামনে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, স্টেডিয়ামের পাশে, শরীয়তপুর সরকারি কলেজের সামনে, পুলিশ লাইনের পাশে ও মনোহর বাজার মোড়ে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। স্থান ভেদে প্রতিটি দোকান দুই থেকে তিন হাজার টাকা করে ভাড়া দেওয়া হয়। ভাড়াটিয়াদের কাছ থেকে অগ্রিম নেওয়া হয়েছে ১০-২০ হাজার টাকা পর্যন্ত।

দোকান মালিকদের একজন আবুল কালাম। তিনি বলেন, 'আমরা গরীব মানুষ, কোনো কাজ না পাওয়ায় সরকারের খালি জায়গায় দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছি। সরকার যখন খালি করে দিতে বলবে তখন ঘর ভেঙে নিয়ে যাব।' মফিজ শেখ নামে আরেকজন জানান, সড়কের পাশে অনেক জায়গা খালি পড়েছিল। তাই ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছি। এজন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। শরীয়তপুর সওজের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, 'গত কয়েক মাসে সড়কের পাশে অবৈধভাবে অনেক স্থাপনা নির্মাণ করা হয়েছে। শীঘ্রই এসব স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।'

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর