শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক হোটেলে, নিহত ১ আহত ৩

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক রাস্তার পাশে হোটেলে ঢুকে পড়লে এক শ্রমিক নিহত ও তিনজন আহত হন। কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুই শিশু। এছাড়া চার জেলায় মারা গেছেন আরও পাঁচজন। বরিশাল নগরীর রূপাতলীর একটি খাবার হোটেলে সিমেন্টবাহী ট্রাক ঢুকে পড়ে এক শ্রমিক নিহত এবং তিনজন আহত হয়েছেন। পুলিশ জানায়, স্থানীয় একটি হোটেলে গতকাল সকালে নাশতা খাচ্ছিলেন অ্যাংকর সিমেন্টের ৪/৫ শ্রমিক। এ সময় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে ওই হোটেলে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই শ্রমিক মোল্লা নিহত এবং মিজানুর রহমান, বিপ্লবসহ তিনজন আহত হন। চকরিয়ায় দুই শিশু নিহত : কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত নিহত হয়েছে। তারা হলো উপজেলার দরবেশকাটার জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইব্রাহীম (৮) ও ঈদমনি এলাকার মনজুর আলমের ছেলে করিম (১৫)। গতকাল দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে। নারায়ণগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জালকুঁড়ি এলাকায় গতকাল কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন ফতুল্লার ইসদাইর এলাকার ইমন ও পঞ্চবটির মুক্তাদির। আহত আজাদ নারায়ণগঞ্জ পুলিশ সুপারের দেহরক্ষী।

জামালপুরে ছাত্রদল নেতা : সরিষাবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা ইমরান নিহত হয়েছেন। সরিষাবাড়ি পৌর ছাত্রদলের সহসভাপতি ইমরান বুধবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তায় পড়ে থাকা পাইপে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে আহত হন তিনি। ময়মনসিংহ মেডিকেলে গতকাল মারা যান ইমরান। জয়পুরহাটে শ্রমিক : ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে লাবলু মণ্ডল নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার চকশ্যাম গ্রামের ভোলা মণ্ডলের ছেলে। সলঙ্গায় বৃদ্ধ : সিরাজগঞ্জের সলঙ্গায় গতকাল বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর