শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

সাজানো মাদক মামলায় যুবক কারাগারে!

রাজশাহীতে পুলিশের সাজানো মামলায় জেল খাটছেন নিরপরাধ জিন্নাত আলী বাবু নামে এক যুবক। পুলিশের সঙ্গে তর্ক করার অপরাধে মাদক মামলার আসামি হয়ে তাকে জেল খাটতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বাবুর পিতা শাহজামাল মুন্সি। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকায়। জেলা পুলিশ সুপারের কাছে করা অভিযোগে বুধবার শাহজামাল বলেন, চোলাই মদ ব্যবসায়ী সাজিয়ে মামলা দিয়ে বাবুকে জেলহাজতে পাঠান মুণ্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফরহাদ হোসেন। অভিযোগে আরও বলা হয়, বাবু দীর্ঘদিন মুণ্ডুমালা বাজারে ডিসের টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। গত ১৮ অক্টোবর দুপুরে সাদিপুর পূর্বপাড়ায় কাজ শেষে মোটরসাইকেলে পাঁচন্দর যাচ্ছিলেন তিনি। পথে এএসআই ফরহাদ ও কনস্টেবল আবু সাঈদ তার মোটরসাইকেল থামিয়ে যন্ত্রপাতির ব্যাগ তল্লাশি করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে এএসআই তাকে হ্যান্ডকাফ লাগিয়ে কনস্টেবল সাঈদের হাতে তুলে দেন। তদন্ত কেন্দ্রে নিয়ে ১৫ লিটার চোলাই মদসহ বাবুকে আটক দেখিয়ে ফরহাদ মাদকদ্রব্য আইনে মামলা করে জেলহাজতে পাঠান। তানোর থানার ওসি জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেননি। পুলিশ সুপার আলমগীর কবির জানান, বুধবার তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তের জন্য একজন সহকারী পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর