শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ডুবো চরে আটকা সারবাহী জাহাজ

মাত্র ২৪ দিনের ব্যবধানে মংলা বন্দরের প্রবেশমুখ বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকার ডুবো চরে আটকা পড়েছে সারবাহী আরও একটি বিদেশি জাহাজ। বুধবার সকাল থেকে কোরিয়ান পতাকাবাহী এই জাহাজটি ডুবোচরে আটকা রয়েছে। এর আগে ২৮ সেপ্টেম্ব্বর একই এলাকায় অপর একটি বিদেশি জাহাজ আটকা পড়েছিল।

মেঘনায় সার বোঝাই কার্গো : বরিশাল থেকে নিজস্ব প্রতিবেদক জানান, মেহেন্দীগঞ্জ সংলগ্ন মেঘনায় যাত্রী ও জ্বালানিবাহী দুটি নৌযানের ধাক্কায় ডুবে গেছে সাড়ে ১০ হাজার বস্তা সার বোঝাই একটি কার্গো জাহাজ। বুধবার রাতে মেঘনার কালীগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে এমভি টিপু-৭ লঞ্চ এবং ট্যাঙ্কার এমটি নূরজাহান-১ এর ধাক্কায় এমসিএল সিন্ধু নামে টিএসপি বোঝাই জাহাজটি ডুবে যায়। তবে এতে কেউ হতাহত হননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর