শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

নোয়াখালীতে বিশেষ অভিযানে ৪৭ জন গ্রেফতার

নোয়াখালীতে বিশেষ অভিযানে ৪৭ জন গ্রেফতার

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নানা অপরাধে ৪৭ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে তিন শিবিরকর্মীসহ ৩৭ জনকে আটক করা হয়েছে পূর্বের বিভিন্ন মামলায়। এছাড়া মদ্যপান ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে আরও ১০ জনকে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিন শিবিরকর্মীসহ ৩৭জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্ট আসামী ও মাদক মামলার আসামী রয়েছে। এছাড়া বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের রাজুল্ল্যাপুর গ্রামে আমির হোসেন বাড়িতে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মায়া বেগম (৩০), ফরিদুল ইসলাম পলাশ ও নুরুল আমিন ওরফে আমির হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া সোনাইমুড়ির বাইপাস থেকে আজ সকালে মদ ও বিয়ার পান করা অবস্থায় মাইক্রোসহ গ্রেফতার করা হয় সাতজনকে।

পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, নাশকতার আশঙ্কায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেফতার করেছে। এছাড়া বিভিন্ন অভিযোগে আরও ১০জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে শিবিরকর্মী রয়েছে।

বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৪/আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর