শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

গেন্দুকুড়িতে মিলনমেলা হয়নি কাঁদতে কাঁদতে বাড়ি ফেরা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি সীমান্তে তিন বছর ধরে শ্যামাপূজা উপলক্ষে কাঁটাতারের উভয় পাশে ভারত-বাংলাদেশের যে 'মিলনমেলা' বসছিল, এবার তা হলো না। সেই কাক-ভোর থেকে শুরু করে বিকাল পর্যন্ত দুই দেশের হাজার হাজার মানুষ ওই মেলায় যোগ দেন। কিন্তু এবার হঠাৎ করেই এ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আপত্তি তোলায় কাঁটাতারের বেড়ার কাছে মিলনমেলা হয়নি। ফলে স্বজনদের সঙ্গে দেখা করতে আসা মানুষ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেছেন। বৃহস্পতিবার রাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে কাঁটাতারের কাছে না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছিল। কিন্তু সে ঘোষণা এলাকাবাসীর অনেকের কাছে অজানাই রয়ে যায়। ফলে শুক্রবার ভোরে স্বজনদের টানে বহু মানুষ কাঁটাতারের ওই মিলনমেলায় ছুটে আসেন ওপারে অবস্থানকারী প্রিয় স্বজনদের সঙ্গে দেখা করতে। তবে বিস্তর পথ পাড়ি দিয়েও স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ মিলল না। লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শফিউল আলম খান বলেন, বিষয়টি নিয়ে বিএসএফ আপত্তি তোলায় নো-ম্যান্স ল্যান্ড পেরিয়ে কাউকে কাঁটাতারের ওই মিলানমেলায় যেতে দেওয়া হয়নি।

সর্বশেষ খবর