রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ৩ আহত ১৪

কিশোরগঞ্জে বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নওগাঁ ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং আহত হয়েছেন ১৪ জন। প্রতিনিধিদের পাঠানো খবর-
কিশোরগঞ্জ : পাকুন্দিয়ায় বাসচাপায় নিতা (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে মাইজহাটি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। শনিবার সকালে বাড়ির পাশে মক্তবে যাওয়ার সময় ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। নওগাঁয় নিহত ১ আহত ১২ : সাপাহার উপজেলায় সড়ক দুঘটনায় এক আদিবাসী নিহত ও ১২ জন আহত হয়েছেন। উপজেলার নিশ্চিন্তপুর-গোয়ালা সড়কের টেটাপাড়ায় গতকাল ঘটনাটি ঘটে। নিহত গেন্দা সরেন উপজেলার লক্ষ্মীপুর আদিবাসী পাড়ার রামদাস সরেনের ছেলে। চুয়াডাঙ্গায় বৃদ্ধ : চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নবীননগরে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু উল্টে ইজাল উদ্দীন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি আলমডাঙ্গা উপজেলার নওদা পাটুলিয়ার মানিক উদ্দীনের ছেলে। এ সময় গুরুতর আহত হন ইজালের ভাই আলার উদ্দীন ও ভাবী আসমা খাতুন। তাদের ঢাকা মেডিকেলে পঠানো হয়েছে। বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের ছয় মাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে হতাহতের ঘটনায় ছাদে অতিরিক্ত পণ্য বোঝাইকে দায়ী করেছেন যাত্রীরা। তাদের অভিযোগ নিষেধ অগ্রাহ্য করে ছাদে বিপুল পরিমাণ মাছ বহন করায় ফাঁকা রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। উল্লেখ্য, শুক্রবার রাতের ওই দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছিলেন ১৩ জন।

সর্বশেষ খবর