রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
যুবলীগ নেতা মনিরুল হত্যা

সোনামসজিদ বন্দর সিঅ্যান্ডএফ অফিস ভাঙচুর, কার্যক্রম বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবলীগ নেতা ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মনিরুল ইসলাম হত্যার ঘটনায় ব্যবসায়ীরা গতকাল সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ অফিসে হামলা ভাঙচুর করেছেন। ঘটনার পর থেকে বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। দুপুরে শিবগঞ্জ থানার ওসি জানান, ওই ঘটনায় আটকরা দায় স্বীকার করে জানিয়েছেন ব্যবসায়িক ও আর্থিক বিষয়কে কেন্দ করে হত্যার ঘটনা ঘটে। শুক্রবার রাতে শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসাসিয়েশনের কোষাধ্যক্ষ মনিরুলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই রক্তমাখা প্রাইভেটকারসহ অ্যসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলামকে আটক করে পুলিশ।

সৈনিকলীগ নেতা খুনে আটক ৫ : বঙ্গবন্ধু সৈনিক লীগের বগুড়া জেলা কমিটির আহ্বায়ক শিমুল হক রেহান খুনের সঙ্গে জড়িত অভিযোগে সৈনিকলীগের শহর কমিটির যুগ্ম-আহ্বায়ক সবুজ সওদাগরসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক অন্যরা হলেন- সৈনিকলীগের সদস্য সবুজের ভাই সোহান, রাহাত, বিপুল ও বেলাল। তাদের গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ খুনের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।

সর্বশেষ খবর