রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

সীমান্তের ওপারে নিহত বাংলাদেশির অর্ধগলিত লাশ ফেরত

সীমান্তের ওপারে নিহত বাংলাদেশির অর্ধগলিত লাশ ফেরত

জেলার হাকিমপুরের হিলি সীমান্তের ওপারে পূঁজা দেখতে গিয়ে ২২ দিন পর লাশ হয়ে ফিরলেন আব্দুল আলিম শুভ (১৯)। শুভ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি গ্রামের শাহিন শেখের ছেলে। গতকাল শনিবার রাতে তার দাফন কাজ সমপন্ন করা হয়েছে বলে পুলিশ জানায়।

নিহতের মা মনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, ৩ অক্টোবর ভারতের হিলি সীমান্তে পূঁজা দেখতে গেলে সে আর ফিরে আসেনি। নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে লোকমুখে জানতে পারেন ভারতের হিলিতে শুভকে কে বা কারা মেরে ফেলেছে। এমন সংবাদের ভিত্তিতে ১৭ অক্টোবর হিলি চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হামিদের কাছে লিখিতভাবে জানান বিষয়টি। ১৯ অক্টোবর রবিবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৪ মেইন পিলারের ৪৯ পিলারের কাছে এক পতাকা বৈঠক হয় বিজিবি-বিএসএফের মধ্যে।

পুলিশ জানায়, বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন জয়পুরহাট ৩ ব্যটালিয়ন উপসহকারী পরিচালক(ডিএডি) মেজর আবু সাঈদ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারত হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সংগ্রাম বিশাল।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারত হিলি থানার এসআই সুদিপ কুমার সাহা বাংলাদেশের হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমানের কাছে অর্ধগলিত লাশের কফিন হস্তান্তর করেন। এসময় বিজিবি, বিএসএফসহ দুই দেশের ইমিগ্রেশন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
 

 

বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৪/ রশিদা

সর্বশেষ খবর