শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

তদন্তে গাফিলতি, দুই কর্মকর্তা স্ট্যান্ডরিলিজ

বরিশালের গৌরনদীর বেঁজগাতি গ্রামে দাফনের ছয় মাস পর পুন:ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে কলেজছাত্র মনিরুল ইসলাম বাবুর লাশ। ভিসেরা রিপোর্টে ময়না তদন্তকারী চিকিৎসকের মতামত না থাকা এবং দুর্বল চার্জশিটের অভিযোগে আদালতের নির্দেশে গতকাল লাশ উত্তোলন করে পুলিশ। এদিকে এই হত্যা মামলা তদন্তে গাফিলতি ও আসামির কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে গৌরনদী থানার এসআই আলাউদ্দিন ও খোকনকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। তাদের বরিশাল থেকে বরগুনায় রিলিজের কথা জানান, পুলিশ সুপার একেএম এহ্সানউল্লাহ। পুলিশ জানায়, পরকীয়া প্রেমিকের সঙ্গে মায়ের আপত্তিকর দৃশ্য দেখে ফেলায় বাবুকে গত ৩০ এপ্রিল রাতে শ্বাসরোধ করে হত্যা করে মা পারভীন বেগম ও তার পরকীয়া প্রেমিক শাহিন। পরে বাবু আত্মহত্যা করেছে বলে তারা প্রচারণা চালায়। খবর পেয়ে থানার এসআই মো. আলাউদ্দিন অপমৃত্যু মামলা করেন। পরে ব্রুনাই থেকে দেশে ফিরে বাবুর পিতা জালাল সিকদার স্ত্রী পারভীন ও পরকীয়া প্রেমিককে আসামি করে ছেলে হত্যার অভিযোগে আদালতে মামলা করেন।

 

 

সর্বশেষ খবর